ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পৌর নির্বাচন

কলকাতায় তৃণমূল, উত্তরবঙ্গে বামফ্রন্টের আধিপত্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কলকাতায় তৃণমূল, উত্তরবঙ্গে বামফ্রন্টের আধিপত্য

কলকাতা: বিরোধী দলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কলকাতা পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পুরো রাজ্যের ১৬টি জেলার ৯১টির অধিকাংশ পৌরসভায় জয়লাভ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল।



মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

কলকাতা পৌরসভায় ১৪৪টি আসনের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ১৫টি আসনে জয়ী হয়েছে বামফ্রন্ট। অন্যদিকে লোকসভা নির্বাচনে আশা জাগিয়েও ভালো ফল করতে পারেনি বিজেপি। কলকাতায় বিজেপি মাত্র ৯টি এবং কংগ্রেস মাত্র পাঁচটি আসনে জয়ী হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে নিজেদের অবস্থার উন্নতি করেছে বামফ্রন্ট। শিলিগুড়ি পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছেন এ দলের প্রার্থী।

কংগ্রেসের দুর্গ বলে পরিচিত মুর্শিদাবাদে জয়লাভ করেছে জাতীয় কংগ্রেস।

গত ১৮ এপ্রিল এবং ২৫ এপ্রিল দুইভাগে যথাক্রমে কলকাতা পৌরসভা এবং রাজ্যের ১৬টি জেলার ৯১টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএন/এএসআর

** পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা মঙ্গলবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।