ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিরোধীদের শান্তিপূর্ণ হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
পশ্চিমবঙ্গে বিরোধীদের শান্তিপূর্ণ হরতাল

কলকাতা: বামফ্রন্ট এবং বিজেপির ডাকা হরতাল পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন উত্তেজনার থবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।



স্থানীয় সময় বিকেল ৪টার পর বিজেপির ডাকা হরতাল শেষ হয়। আর সন্ধ্যা ছয়টায় শেষ হবে বামফ্রন্টের হরতাল।

তবে শ্রমিক সংগঠন সিটু’র পক্ষ থেকেও হরতাল সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সরকারি অফিস-আদালত খোলা ছিল। তবে মানুষের উপস্থিতি ছিল কম। বন্ধ ছিল বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান। চাকা ঘুরে নি কলকারখানার।

কলকাতাসহ আশপাশের শহরে কিছু গণপরিবহন চললেও সংখ্যায় কম ছিল ব্যক্তিগত গাড়ি। রাস্তায় মেলেনি  ট্যাক্সির দেখাও। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

কৃত্রিম জনদুর্ভোগ সৃষ্টি করায় এ নিয়ে পুরো রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে হরতাল চলাক‍ালে কলকাতার ঢাকুরিয়া এলাকায় তৃণমূল এবং বিরোধী দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া হাওড়া জেলায় বেশ কয়েকটি সরকারি বাসে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন ব্যক্তিগত গাড়িও।

হরতালের সমর্থনে কলকতা নগরীর ধর্মতলায় মিছিল সমাবেশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এতে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা উপস্থিত ছিলেন।

কলকাতার মৌলালি থেকে হরতালের সমর্থনে পথে নামেন বামফ্রন্টের নেতারাও।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
বিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।