ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৭, ২০১৫
পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

কলকাতা: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অঞ্চলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।



স্থানীয় সময় বুধবার (০৬ এপ্রিল) দিনগত গভীর রাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার (০৭ মে) সকালে কারখানার মালিক রঞ্জন মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, বিস্ফোরণের ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

তবে গ্রামবাসীরা বলছেন, প্রাণহানির সংখ্যা আরো বেশি।   কারখানাটিতে বোমা তৈরি করা হতো বলেও অভিযোগ তাদের। বিস্ফোরণের ঘটনায় আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।