ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা সফরে নরেন্দ্র মোদি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ৯, ২০১৫
কলকাতা সফরে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কলকাতা: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কলকাতা সফরে এলেন নরেন্দ্র মোদি।

শনিবার (০৯ মে) ও রোববার (১০ মে) প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গে অবস্থান করবেন।

পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তার এ সফর খুবই গুরুত্বপূর্ণ বলছেন স্থানীয় বিশ্লেষকরা।

সফরে মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবেন। কলকাতার রাজভবনে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ প্লেন। নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট আগেই আসেন নরেন্দ্র মোদি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, অর্থমন্ত্রী অমিত মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

এরপর কলকাতার নজরুল মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা করেন। এরই মধ্যে নির্ধারিত বৈঠকের আগেই কলকাতার নজরুল মঞ্চের সাজঘরে বসে কিছুক্ষণ আলোচনা সারেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। যদিও এ আলোচনার বিষয়ে বিশেষ কিছু জানতে পারা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।