ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

চোরা শিকার রুখতে সুন্দরবনে উড়বে ড্রোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ১২, ২০১৫
চোরা শিকার রুখতে সুন্দরবনে উড়বে ড্রোন

কলকাতা: সুন্দরবনের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গে ব্যবহৃত হতে চলেছে ‘ড্রোন’। পশ্চিমবঙ্গের বন অধিদফতর এ তথ্য জানিয়েছে।

মূলত চোরা শিকার বন্ধ করতেই ক্যামেরাযুক্ত এই ‘ড্রোন’ ব্যবহার করা হবে।

শুধু চোরা শিকারই নয়, আগামী দিনে সুন্দরবনে অপরাধীদের ধরতেও এই পদ্ধতি ব্যবহার করবে প্রশাসন। গভীর জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা হওয়ায় এই অঞ্চলে টহলদারি করতে প্রশাসনের কর্মকর্তাদের যথেষ্ট বেগ পেতে হয়। এই সমস্যা দূর করতেই এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হবে।

অনেকদিন ধরে সুন্দরবন অঞ্চলে চোরা শিকারের বিভিন্ন অভিযোগ আসছিল। এছাড়াও অপরাধীরা অনেক সময় এই দুর্গম নদীপথ এবং জঙ্গলের আড়াল ব্যবহার করে পালিয়ে যেতো।

সম্প্রতি, এই ধরনের চোরা-শিকার রুখতে যথেষ্ট তৎপর হয়েছে পশ্চিমবঙ্গের বন অধিদফতর। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চোরা-শিকারী এবং চোরাচালানকারীরা আটক হয়েছেন।

প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এর ফলে সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা আরো বেশ কিছুটা জোরদার হবে।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মে ১২, ২০১৫
এবি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।