কলকাতা: বৈশাখের খরতাপে পশ্চিমবঙ্গের মানুষ বৃষ্টির জন্য মুখিয়ে থাকলেও ৮ জুনের আগে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর।
প্রচণ্ড গরমের হাত থেকে আপাতত রেহাই পাওয়ার কোনো আশা নেই পশ্চিমবঙ্গবাসীর।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, এ মুহূর্তে রাজ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ কিছুই নেই। ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই। বৃষ্টি না হওয়ায় আপেক্ষিক আর্দ্রতাও ক্রমাগত বাড়ছে।
কলকাতার স্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৭৫ শতাংশ। কিন্তু বর্তমানে কলকাতায় ৮০ শতাংশের ওপরেই আর্দ্রতা বিরাজ করছে৷ এতে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন কলকাতাবাসী।
প্রতিদিন সকাল থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গে রোদের ব্যাপক তেজ অনুভূত হচ্ছে। দুপুর গড়ালে রোদের তীব্রতা যায় আরও বেড়ে।
পশ্চিমবঙ্গ আবহাওয়া অধিদপ্তরের প্রধান গকুল চন্দ্র দেবনাথ জানান, উত্তর ভারতের গরম বাতাস এখনও পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করেনি। উত্তর ভারতের গরম বাতাস পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলে গরমের তীব্রতা আরও বাড়বে।
তবে উত্তর ভারতের গরম বাতাস ঢুকলে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাবে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
অন্যদিকে স্বাভাবিক সময়ই বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৮ জুন থেকে বৃষ্টি নামবে। ততদিন পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না কেউই। গত বছর ভারতে ১৩ শতাংশ ও পশ্চিমবঙ্গে ১৪ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসএন/এমজেএফ