ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

গরমে কাজের সময় কমলো কলকাতা ট্রাফিক পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
গরমে কাজের সময় কমলো কলকাতা ট্রাফিক পুলিশের

কলকাতা: গরমে নাকাল কলকাতা ট্রাফিক পুলিশের কাজের সময় দুই ঘণ্টা কমিয়ে দিলো প্রশাসন।

গ্রীষ্মে তীব্র তাপদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কলকাতার ট্রাফিক পুলিশদের যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়।

বেশিরভাগ সময়ই খোলা আকাশের নীচে কড়া রোদে দাঁড়িয়ে টানা আট ঘণ্টা কাজ করেন তারা। গত এক সপ্তাহের মধ্যে কলকাতার বিভিন্ন প্রান্তে গরমে কয়েকজন ট্রাফিক পুলিশ অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনার পর বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক পুলিশদের কাজের সময় সাময়িকভাবে কমিয়ে আট ঘণ্টা থেকে ছয় ঘণ্টা করা হলো।

কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এ কথা জানান।
পাশাপাশি তিনি জানান, কলকাতার ট্রাফিক পুলিশদের ছাতা, রোদ চশমা, গ্লুকোজ দেওয়া হয়েছে।

এদিন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ নিজে কলকাতার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশদের ছাতা, রোদ চশমা, গ্লুকোজ তুলে দেন।

গরম থেকে নিজেকে রক্ষা করতে চিকিৎসকদের পরামর্শ মতো বিভিন্ন নিয়ম সম্পর্কেও তাদের জানানো হয়।

কাজের সময় কমানোর সিদ্ধান্তে খুশি কলকাতার রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশরা। তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।