ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নামলো স্বস্তির বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
কলকাতায় নামলো স্বস্তির বৃষ্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় টানা একমাস অতিরিক্ত তাপমাত্রা ও প্রচণ্ড গরমের পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। এ বৃষ্টি অসহ্য গরমের হাত থেকে কিছুটা রেহাই দিয়েছে শহরবাসীকে।



বুধবার (২০ মে) সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা ১২টার দিকে শুরু হয় ভারী বর্ষণ।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, দক্ষিণ ভারতে বর্ষা শুরু হয়েছে। পূর্ব ভারতেও আগামী কয়েদিনের মধ্যে বর্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ বৃষ্টির ফলে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল তা থেকে আগামী কয়েকদিন মুক্তি পাবেন সাধারণ মানুষ।

কলকাতায় আগামী দুইদিন তাপমাত্রা ৩০ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। যেটি স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ২০ মে, ২০১৫
এসএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।