কলকাতা: কলকাতাসহ পশ্চিমবঙ্গে বয়ে যাচ্ছে তীব্র তাপবাহ। তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি থাকলেও অনুভূত হচ্ছে ৪২-৪৪।
শুক্রবার (মে ২২) এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে চলবে তাপপ্রবাহ। ফলে মাত্রা বাড়বে গরমের। বাতাসে আর্দ্রতাও থাকবে বেশি।
পাশের রাজ্য ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ বয়ে চলেছে। সেখানকার গরম হাওয়া প্রভাব ফেলছে পশ্চিমবঙ্গে। এর প্রথম প্রভাব পড়তে চলেছে রাঢ়বঙ্গে। এ কারণেই কলকাতার তাপমাত্রা আগামী দিনে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।
উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপের ফলে বাতাসে জলীয়বাষ্প বর্তমান। শুক্রবার দুপুরে ৩৮ ডিগ্রির তাপমাত্রা থাকলেও প্রায় ৪২-৪৪ ডিগ্রির মতো গরম অনুভূত হয়েছে কলকাতায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (২২ মে) থেকে সরে যাবে ভেসে থাকা সামান্য মেঘের চাদর। বাড়বে রোদের তেজ। সেই সঙ্গে অস্বস্তি বাড়াবে জলীয়বাষ্পের উপস্থিতি।
মহারাষ্ট্রের ওয়ার্ধায় তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
সামনে আসছে বর্ষাকাল। একমাত্র বর্ষাই রেহাই দিতে পারে এ তীব্র তাপমাত্র থেকে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৫
এএ