ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জুন ৫, ২০১৫
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের পক্ষ থেকে এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কলকাতার কলামন্দির সভাগৃহে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।



অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। এসময় কাজী নজরুল ইসলামের গান গেয়ে শোনান খায়রুল আনাম শাকিল।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্র কাজী অরিন্দম গিটারে নজরুলগীতির সুর পরিবেশন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, দুই দেশের মধ্যে এ ধরনের সাংস্কৃতিক আদানপ্রদান অত্যন্ত প্রয়োজন।

সমাপনী বক্তব্যে কলকাতায় নিযুক্ত বাংলাদেশে উপ-হাইকমিশনের প্রধান জকি আহাদ বলেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের মানুষের মধ্যে একাত্মতা গড়ে তোলে। এ রকম সাংস্কৃতিক আদানপ্রদান উভয়দেশের জন্যই খুব জরুরি।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, জুন ৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।