ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সেনা কার্যালয়ে যোগ দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
কলকাতায় সেনা কার্যালয়ে যোগ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতীয় সেনা বাহিনীর অন্যান্য কার্যালয়ের মতো কলকাতা সেনা কার্যালয়েও পালিত হয়েছে বিশ্ব যোগব্যায়াম দিবস।

রোববার (২১ জুন’২০১৫) কলকাতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরে প্রায় দুই হাজার সেনা সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ ব্যায়ামের অনুশীলনে যোগ দেন।



বিভিন্ন সেনা ছাউনিতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। সেনাবাহিনীর কার্যালয় ছাড়াও নৌবাহিনীর কার্যালয় ও আবাসিক এলাকাগুলোতেও যোগ দিবস পালন করা হয়।

প্রতিটি ক্ষেত্রে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অবসরপ্রাপ্ত সেনা সদস্য,  শিশু ও নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।