ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল বিধায়কদের প্রথম বৈঠক

মন্ত্রিসভার আকার আপাতত ছোট হবে: মমতা

আনোয়ারুল করিম ও রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ১৫, ২০১১
মন্ত্রিসভার আকার আপাতত ছোট হবে: মমতা

মহারাষ্ট্র নিবাস (কলকাতা) থেকে: তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধানসভার সদস্য ‘বিধায়ক’দের (এমএলএ) বৈঠকে দলীয় সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘মন্ত্রিসভার আকার আপাতত ছোটই হবে। ’

এদিকে কংগ্রেসের ৪২ জন বিধায়কের তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) সমর্থন করা সংক্রান্ত কাগজ মমতা ব্যানার্জির হাতে তুলে দেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র।

রোববার দুপুরে মমতার কালীঘাটের বাড়িতে কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর করা ওই সমর্থনপত্র তুলে দেওয়া হয়।

রোববার বিকেলে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার হরিশ মুখার্জি রোডের ‘মহারাষ্ট্র নিবাসে’ দলের ১৮৪ বিধায়ককে নিয়ে বৈঠকে বসেন মমতা ব্যানার্জি। বিধায়কদের এ বৈঠকে তৃণমূলের ১৯ জন এমপিকেও আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়।

বৈঠকে বিধায়করা মমতা ব্যানার্জিকে বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেন। মমতাকে বিধানসভার নেতা করতে দলীয় বিধায়ক সুব্রত বকশীর প্রস্তাবে পার্থ চট্টোপাধ্যায় সমর্থন দেন। এরপর বিধায়করা সমস্বরে ওই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন।

এছাড়া মমতাকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পক্ষ থেকে ‘মুখ্যমন্ত্রী’ও মনোনীত করেন বিধায়করা।

এর বাইরে পার্থ চট্টোপাধ্যায়কে উপনেতা, শোভন দেব চট্টোপাধ্যায়কে চিফ হুইপ ও কোষাধ্যক্ষ হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিককে মনোনীত করা হয়।

বৈঠকে বিধায়কদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, ‘সবাই শান্ত থাকুন, সংযত হোন। বুকে দুঃখ ও জ্বালা থাকলেও মানুষের প্রতি দায়বদ্ধতা বড় জিনিস। মানুষের ওপর বিশ্বাস রাখুন। ’

তিনি বলেন, ‘হিংসার বদলে প্রতিহিংসা নয়। কারও গায়ে হাত দিবেন না, ভাঙচুর করবেন না। ’

তিনি আরও বলেন, ‘সিপিএমকে মানুষই শিক্ষা দিয়েছে। মানুষের শিক্ষাই বড় শিক্ষা। ’

মমতা আরও বলেন, ‘আমার একটি ছবি ভেঙ্গে দিলে আপনারা আরও একটি ছবি বাঁধিয়ে নেবেন। ’

বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘পুলিশের কাজে হস্তক্ষেপ করবেন না। মানুষ আপনাদের সব কাজের ওপর নজর রাখছে। ’

বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ছোট রাখার আহ্বান জানিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘অফিস ছোট, তবে সুন্দর রাখবেন। ’
 
আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেস কলকাতার ব্রিগেড মাঠে ‘বিজয় উৎসব’ করবে বলে জানান মমতা ব্যানার্জি।

তিনি বলেন, ‘ওইদিন মা, মাটি ও মানুষকে ধন্যবাদ জানানো হবে। ’

শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানোর আগ্রহও প্রকাশ করেন মমতা।      

বৈঠক শেষে মমতা ব্যানার্জি দলীয় কয়েকজন বিধায়ককে নিয়ে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি শুনেন। মমতাকেও তাদের সঙ্গে গাইতে দেখা যায়।

এদিকে বৈঠক শেষে মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়ি যান। সেখান থেকে বেরিয়ে সন্ধ্যার দিকে রাজভবন যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। তার হয়ে তৃণমূল পরিষদীয় দলের সরকার গঠনের আবেদন নিয়ে রাজ্যপালের কাছে যান দলের এমপি ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়।  

পরে সন্ধ্যার দিকে নয়াদিল্লির উদ্দেশ্যে কলকাতা ছাড়েন মমতা। সেখানে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।