কলকাতা: বসিরহাটের এক জনসভায় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধায়ের নামে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
মঙ্গলবার (২৩ জুন) পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় কারো নাম না উল্লখ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলার মানুষকে চোখ দেখালে আমরা চোখ ছিঁড়ে রাস্তায় ফেলে দিতে পারি।
এর পরেই কলকাতার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহার মন্তব্যের পাল্টা এই বক্তব্য।
সোমবার (২২ জুন) রাহুল সিনহা পুলিশের নিচুতলার কর্মীদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ‘লাঠি পেটা’ করার আহ্বান জানান।
এই মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মনে করা হচ্ছে এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির তাপমাত্রা আগামী দিনগুলিতে আরও বাড়তে থাকবে।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এএ