ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ পেলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ পেলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালো ভারত-মার্কিন বাণিজ্য বিষয়ে দেশটির অন্যতম নীতি নির্ধারক সংস্থা ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল।

ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অজয় বাঙ্গা চিঠিতে এ আমন্ত্রণ জানান।



চিঠিতে পশ্চিমবঙ্গে ব্যবসার সম্ভাবনার কথা উল্লেখ করে সে দেশের শিল্পপতিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা আলাদাভাবে বৈঠক করার আবেদন জান‍ানো হয়েছে।

প্রয়োজন মনে করলে মমতা আমেরিকার বিভিন্ন প্রদেশে গিয়ে পশ্চিমবঙ্গের সম্ভাবনা তুলে ধরে পারেন বলেও জানিয়েছেন ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল চেয়ারম্যান অজয় বাঙ্গা।

চিঠির প্রাপ্তি স্বীকার করে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, কবে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র সফরে যাবেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।