কলকাতা: গ্রিসের অর্থনীতির খারাপ খবর ও চীনের শেয়ারবাজারে পতনের জোড়া ধাক্কায় বুধবার (৮ জুলাই) কেঁপে উঠলো ভারতীয় শেয়ারবাজারও।
বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ভারতের ‘ন্যাশানল স্টক একচেঞ্জ’ বা এনএসসির সূচক প্রায় ১৫০ পয়েন্ট পড়ে যায়।
বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম পড়েছে সোনা ও রুপার। সোনার দাম ভারতে গত চার মাসের মধ্যে সবচেয়ে নিচের দামে চলছে। একই সঙ্গেই রুপির নিরিখে ডলারের দামও পড়তে শুরু করেছে।
ভারতের শেয়ার বাজারে লোহাসহ অন্য ধাতুর শেয়ারগুলিতে বড়মাপের পতন লক্ষ্য করা গেছে।
চীন ও গ্রিসের ডামাডোলের প্রভাবে ভারতের শেয়ারবাজার আগামী কিছুদিন নিচের দিকে থাকবে বলেই মনে করছেন শেয়ারবাজার বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এএ