ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা মমতার

আনোয়ারুল করিম ও রক্তিম দাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১৯, ২০১১
ভারতের রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা মমতার

কলকাতা থেকে: ভারতের কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার বিকেলে ফ্যাক্সযোগে ‘পদত্যাগপত্র’ নয়াদিল্লি পাঠানো হয়।



তৃণমূল কংগ্রেস সূত্র জানায়, পদত্যাগপত্র প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের দপ্তরে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে।

রেলমন্ত্রী হিসেবে সোমবার মমতা ব্যানার্জি কিছু সময়ের জন্য নয়াদিল্লিস্থ রেলওয়ে মন্ত্রণালয়ে অফিস করেন। সেদিন তিনি রেলওয়ের কর্মকর্তাদের কাছে বিদায় নেন। ভবন থেকে বের হওয়ার সময় সেদিন মমতা লিফটম্যানকে কিছু টাকাও দেন। বলেন, ‘মিষ্টি খেয়ে নিও। ’

এরপর মঙ্গলবার রেলমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কলকাতার হাওড়া স্টেশনে রেলওয়ের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন।

মমতা মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেও তৃণমূল কংগ্রেস মন্ত্রণালয়টি নিজেদের দখলেই রাখতে চাইছেন।

মমতা ব্যানার্জি দিল্লিতে কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দেন, রেলওয়েতে গত দুই বছরে গৃহীত প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের জন্য এ মন্ত্রণালয় তাদের হাতে রাখা প্রয়োজন। জানা গেছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মমতার ওই প্রস্তাবে রাজি হয়েছেন।

সে হিসেবে রেলমন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়কে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। মুকুল রায় বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারের জাহাজ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।