কলকাতা: একই দিনে কলকাতায় উদযাপিত হতে যাচ্ছে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীদের দুই বড় উৎসব। ঈদ ও রথযাত্রা- দুটি উৎসবই এবার উদযাপিত শনিবার (১৮ জুলাই)।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, নিম্নচাপের ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে শনিবার। পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করা নিম্নচাপ এ বৃষ্টিপাতের কারণ।
আবহাওয়ার এই আগামবার্তা পাওয়ার পর বৃষ্টি হলেও উৎসব চালিয়ে যাওয়ার জন্য নতুনভাবে পরিকল্পনায় বসেছেন উৎসবের সংগঠকরা। তবে মূল চিন্তা রাস্তায় জমা জল। ধারাবাহিকভাবে বৃষ্টি চলতে থাকায় অল্প বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন যায়গায় জমে যাচ্ছে পানি।
ঈদ ও রথযাত্রা উৎসবের মাঝে বৃষ্টি হলে পানি জমে গোটা শহরকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। তবে আশা করা হচ্ছে এ বিষয়ে উৎসবের দিনে বিশেষ ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা।
খোলা আকাশের নীচে কলকাতার ময়দান এলাকায় প্রতি বছরের মতো এ বছরও ঈদের নামাজ আদায় করা হবে। সব আয়োজন শেষ হলেও আয়োজকদের চিন্তায় শুধু বৃষ্টি।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এএ/