ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে ভবন ধসে নিহত ৩, আহত ৭

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
দিল্লিতে ভবন ধসে নিহত ৩, আহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে চার তলা একটি ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৭ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলেও জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) রাত ৯টায় পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার পুষ্পেন্দ্র কুমার জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও স্থানীয় পুলিশ ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

ভবনটির পাশেই আরেকটি ভবনের নির্মাণ কাজ চলছিল। তবে সংশ্লিষ্টরা চারতলা ভবনটির ধসে পড়ার জন্য পাশের ভবনের নির্মাণ কাজকে দায়ী করেননি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫/আপডেট: ০০৫১ ঘণ্টা
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।