ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ২১ হাজার রুপিতে নামছে স্বর্ণের দাম!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
ভারতে ২১ হাজার রুপিতে নামছে স্বর্ণের দাম! ফাইল ফটো

কলকাতা: বিশ্ব বাজারের প্রভাবে ভারতে আরও কমতে পারে স্বর্ণের দাম। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ জানিয়েছে, আমেরিকায় ব্যাংকের সুদের হার বাড়লে বিশ্ব বাজারে স্বর্ণের দাম আরও কমবে।

যার প্রভাব পড়বে ভারতের স্বর্ণের বাজারে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারের প্রভাবে ভারতে প্রতিভরি ২৪ ক্যারটের স্বর্ণের দাম ২১ হাজার রুপিতে নামতে পারে (বাংলাদেশি টাকায় ২৫’র কিছু বেশি)।

এদিকে স্বর্ণের দাম কমায় কলকাতার বউবাজারে জুয়েলারিগুলোতে কয়েকদিন ধরে ভিড় দেখা গেছে। পশ্চিমবঙ্গে বিয়ের মৌসুম শুরু হতে চলেছে। এজন্যই অনেকে স্বর্ণের দাম কমার সুযোগটা কাজে লাগাচ্ছেন বলে জানিয়েছেন গহনা ব্যবসায়ীরা।

শুক্রবার (৭ আগস্ট) কলকাতায় প্রতিভরি ২৪ ক্যারেট স্বর্ণের দাম ২৫ হাজারের আশেপাশে আছে। এবং প্রতিভরি ২২ ক্যারটে স্বর্ণের দাম ২৩ হাজার পাঁচশ’ রুপির কাছাকাছি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের দাম কমলে তার প্রভাব বিশ্ব বাজার ও শেয়ার বাজারেও পড়বে। সব থেকে নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে। কারণ এর ফলে এসব পণ্যের দাম সব থেকে বেশি বাড়বে। এতে নাকাল হতে হবে সাধারণ মানুষকে।

স্বর্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এর প্রভাবে ভারতে ডলারের বিপরীতে রুপির দামও ওঠানামা করে। এক্ষেত্রে স্বর্ণের দাম কমলে বাড়বে ডলারের দাম। এর ফলে সরাসরি প্রভাব পড়বে ভারতীয় শেয়ার বাজারে।

দেশটির শেয়ার বাজারে বড় অংকের বিনিয়োগ আছে বিদেশী অর্থনৈতিক সংস্থাগুলোর। ডলারের দাম বাড়তে থাকলে তারা শেয়ার বিক্রি করে টাকা তুলে নেবে।

তবে এর মধ্যে একটাই আসার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সম্প্রতি আন্তর্জাতিক মনিটারি ফান্ড আমেরিকার ফেডারেল রিজার্ভকে একটু ধীরে চলতে বলেছে। তারা অনুরোধ করেছে, ফেডারেল রিজার্ভ যেন আগামী বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত সুদ কমানোর বিষয়টি নিয়ে অপেক্ষা করে।

যদি তাই হয় তবে ভারতের বাজারে আবার বাড়বে স্বর্ণের দাম। সেক্ষেত্রে ভরিপ্রতি আড়াই থেকে তিন হাজার রুপির কাছাকাছি দাম বাড়তে পারে বলে অনুমান স্বর্ণ ব্যবসায়ীদের।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।