কলকাতা: কলকাতার বাংলা চ্যানেল জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানের মঞ্চ মাতাতে চলেছেন বাংলাদেশি নৃত্যশিল্পী অর্থী।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাচ নিয়ে পড়াশোনা করতে আসা মনোমি তানজানা অর্থীকে রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দেখা যাবে অনুষ্ঠানটির বিশেষ পর্বে।
শুধু অংশগ্রহণই নয়, অনুষ্ঠানের সঞ্চালক রচনা ব্যানার্জির অনুরোধে নাচও পরিবেশন করেছেন অর্থী। এ পর্বে দ্বিতীয় স্থান অধিকার করার সঙ্গে সঙ্গে তার নৃত্য পরিবেশনার জন্য বিশেষভাবে অভিনন্দিত হয়েছেন তিনি।
এর আগে সারেগামাপা অনুষ্ঠানেও নৃত্য পরিবেশনা করেছেন অর্থী। বাংলাদেশে মণিপুরী নাচে ২০০৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সোনার মেডেল পাওয়া এ নৃত্যশিল্পী বাংলাদেশে তামান্না রহমানের কাছে প্রথম মণিপুরী নৃত্যের তালিম নেন।
বর্তমানে তিনি মণিপুরী নৃত্যালয়ে গুরু কলাবতী দেবী ও বিম্বাবতী দেবীর সান্নিধ্যে নাচ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ভিএস/এএ