ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পড়লো রুপির দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ভারতে পড়লো রুপির দাম

কলকাতা: ভারতে সোনার দামের পর বুধবার (১২ আগস্ট) সবচেয়ে নিচে নেমেছে রুপির দাম। এক ডলারের বিপরীতে ভারতীয় রুপি দাম এখন ৬৪.৪৪।

যা আগে ছিল প্রায় ৬৫ রুপি। আর বাংলাদেশের ১০০ টাকার বিপরীতে মিলবে ৮৩ রুপি। যা ক’দিন আগেও ছিলো ৮১.৫০ রুপি।

রুপির দাম রেকর্ড মাত্রায় পড়ে যাওয়ায় ভারতের শেয়ার বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে।
 
দেশটির অর্থনীতিবিদরা বলছেন, একদিকে আমেরিকা ও ইউরোপের মুদ্রাবাজারে অস্থিরতা, অন্যদিকে চীনের অর্থনীতির ধসের কারণে রুপির মূল্যের এ পতন হয়েছে।

রুপির দাম ডলারের বিপরীতে আরও কিছুটা পড়তে পারে বলেও ধারণা করছেন তারা।

এদিকে, প্রতি ইউরোর বিপরীতে ভারতে রুপির দাম ৭২.১১ ও ব্রিটেনের পাউন্ডের দাম ১০১. ৩৯ রুপি। জাপানি ইয়েনের তুলনায়ও রুপির দাম পড়েছে। এতে প্রভাব পড়বে আমদানি-রফতানি বাণিজ্যেও।

বিশেষজ্ঞদের ধারণা- এ পরিস্থিতিতে শেয়ার বাজারের সঙ্গে ব্যাংকিং খাত, মধ্যবিত্তের কেনাকাটা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে ব্যাপক প্রভাব পড়বে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ভিএস/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।