ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের ডাকা হরতালে পশ্চিমবঙ্গে মিশ্র প্রভাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
কংগ্রেসের ডাকা হরতালে পশ্চিমবঙ্গে মিশ্র প্রভাব ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সবং এলাকায় ছাত্র খুনের ঘটনাসহ প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টা হরতালের মিশ্র প্রভাব পড়েছে কলকাতায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় কংগ্রেসের ডাকা এই হরতালে বেশ কিছু দোকান বন্ধ থাকলেও সরকারি ও বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠান খোলা রয়েছে।



অন্যান্য দিনের তুলনায় কলকাতার রাস্তায় বাস চলাচল কিছুটা কম। তবে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের ট্যাক্সি পেতে যাত্রীদের কিছুটা ভোগান্তির খবর পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরসহ বেশ কিছু জেলায় হরতালের প্রভাব পড়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া কিছু জায়গায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

জাতীয় কংগ্রেসের হরতাল প্রসঙ্গে সিপিএম জানিয়েছে, হরতালের ইস্যুটিকে নৈতিকভাবে সমর্থন করলেও হরতালকে তারা সমর্থন বা বিরোধিতা কিছুই করছেন না।

রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, হরতালদের দিন কোনো সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তার বেতন কাটা হবে।

দিনাজপুর জেলায় ইতিমধ্যে কয়েকজন হরতাল সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হরতাল এখন পর্যন্ত শান্তিপূর্ণ বলেই জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ‍ৃ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।