কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্রকে।
পশ্চিমবঙ্গে আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডের জন্য জেলে বন্দি রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে হাসপাতালের জেনারেল বিভাগ থেকে আইটিইউ-তে নেওয়া হয়।
এর আগে ওইদিনই তাকে ফের জেরা করার অনুমতি পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে রাতে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট ও কাশির সমস্যার জন্য মদন মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মদন মিত্রকে হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে বেশ কটাক্ষের সুরে ড়ান ধরেছেন বিরোধী শিবিরের লোকজন।
তারা বলছেন, সিবিআই-এর জেরার ভয়েই পরিবহনমন্ত্রীর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা,আগস্ট ২১, ২০১৫
ভিএস/এমএ