ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতাকে কালো পতাকা দেখালো প্রেসিডেন্সি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
মমতাকে কালো পতাকা দেখালো প্রেসিডেন্সি

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গেলে শিক্ষার্থীরা তাকে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন।



এসময় প্রেসিডেন্সির প্রধান ভবনে ঢুকতে পারেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

২০১৩ সালে প্রেসিডেন্সির বেকার ল্যাবরেটরি ভাংচুর করা হয়। অভিযোগের আঙুল ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। সেসময় নিশ্চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার প্রতিবাদেই তারা কালো পতাকা দেখিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।