কলকাতা: পেঁয়াজের লাগাম ছাড়া দামে দিশেহারা পশ্চিমবঙ্গবাসী। ক্রমে বাড়তে থাকা পেঁয়াজে তাই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ ভর্তুকি কার্যকর হতে চলেছে শিগগিরই।
মহারাষ্ট্রের নাসিক থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বড় অংশের পেঁয়াজ সরবরাহ করা হয়। কিন্তু এ বছর নাসিকে বন্যা হওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিটি রাজ্য। বেড়েছে পেঁয়াজের দাম।
দিল্লিতে পেঁয়াজের দাম ১০০ রুপি ছুঁলেও পশ্চিমবঙ্গে এখনো ৮০ রুপিতে মিলচে পেঁয়াজ।
পশ্চিমবঙ্গ সরকার গোটা রাজ্যে ৪৯টি কেন্দ্র থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রি করবে বলে জানা যায়।
তবে পরিবার পিছু ৫০০ গ্রামের বেশি ভর্তুকি মূল্যে পেঁয়াজ দেওয়া হবে না। সরকার ঠিক করে দেওয়া ৫০ রুপি প্রতি কিলো হিসেবে বিক্রি হবে পেঁয়াজ।
তবে কত দিন পর্যন্ত ভর্তুকিতে পেঁয়াজ পাওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি সরকারিভাবে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ভিএস/এএ