কলকাতা: জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ম্যাপ কলকাতাকে দিচ্ছে ব্রিটিশ সরকার। এই ম্যাপ কলকাতার পরিবেশ উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
কলকাতাকে সাহায্য করতে পেরে ব্রিটিশ সরকার খুশি বলে জানিয়েছেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার। কলকাতাকে দিয়ে শুরু হলেও আগামীতে ভারতের অন্যান্য শহরকেও এই ম্যাপ দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
ম্যাপটি মূলত পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে। পরিবেশ রক্ষার কাজে আধুনিকতম প্রযুক্তি হিসেবে এই ম্যাপ বানানো হয়। এরই মধ্যে ‘গ্রিন কলকাতা’ পোস্টারও প্রকাশ করা হয়েছে।
কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন, পরিবেশ উন্নয়নে রাজ্যের পরিবেশ দফতরের সঙ্গে যৌথভাবে কাজ করবে ব্রিটিশ সরকার।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ভিএস/এমজেএফ