কলকাতা: কলকাতা এমন এক শহর যেখানে অতীত ও বর্তমান পাশাপাশি অবস্থান করে। এ শহরের ট্রাম, বাস, মেট্রোরেল, ইলেক্ট্রিক ট্রেন যেন অতীতকে উদ্ঘাটন করে বর্তমানকে অপার এক সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই কলকাতার প্রতিমূহুর্তের সব খবর প্রকাশিত হচ্ছে বাংলাদেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে।
ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে বাংলানিউজ এবার চালু করলো কলকাতার জন্য পৃথক ফেসবুক পেজ ‘বাংলানিউজ-কলকাতা’। এই পেজে থাকবে কলকাতার খবর--ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, রাজনীতি ও বিনোদনের কথা। এক কথায় বলা যায় প্রাণের কলকাতার খবরের আর্কাইভ।
ইতিমধ্যেই এই পেজে লাইক দিয়ে আপডেট হতে শুরু করেছেন বাংলাদেশ এবং কলকাতার পাঠককূল। শুধু কলকাতার খবরই নয় এই পেজে থাকবে কলকাতার সঙ্গে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ খবর। খবরের সঙ্গে থাকবে ফিচারসহ নানা ধরনের লেখা, থাকবে ছবিও।
এই পেজে লাইক দিয়ে আপনি নিজেও কলকাতার সব খবরের সাথে আপডেটেড থাকুন...
https://www.facebook.com/BanglanewsKolkata
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫