কলকাতা: অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে প্রায় তিন মাস ধরে পুনে ফিল্ম ইন্সটিটিউটে চলতে থাকা ছাত্র বিক্ষোভের বিষয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখলেন দেশটির চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
পুনে ফিল্ম ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে গজেন্দ্র চৌহানকে নিয়োগের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা প্রকাশ করছে বলে চিঠিতে মন্তব্য করা হয়।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী,পরিচালকসহ বাণিজ্যিক সিনেমা সংশ্লিষ্টরাও।
রয়েছেন পরিচালক বুদ্ধদেব দাশগুন্ত, অপর্ণা সেন, দিবাকর বন্দ্যোপাধ্যায়, অভীক মুখোপাধ্যায়, অর্ঘ্যকমল মিত্র, অশোক বিশ্বনাথন, অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
ভারত সরকার পরিচালিত পুনে ফিল্ম ইন্সটিটিউটে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে এ আন্দোলনে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। ভারত সরকার অভিনেতা গজেন্দ্র চৌহানকে এ ইন্সটিটিউটের অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে। গজেন্দ্র চৌহান শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত।
ইতোমধ্যে এ বিক্ষোভে সমর্থন জানিয়েছেন বলিউডের নামকরা পরিচালক, অভিনেতা, কলাকুশলীরা। কয়েকটি রাজনৈতিক দলও ছাত্রছাত্রীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে।
রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, এক সময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে ছিলেন মৃণাল সেন, শ্যাম বেনেগাল, গিরিশ কারনাড, আদুর গোপাল কৃষ্ণণের মতো খ্যাতনামা পরিচালকরা। সেই পদে গজেন্দ্র চৌহানকে বসানোর সিদ্ধান্তে সরকারের হঠকারিতা প্রকাশ পেয়েছে।
গোটা ভারতের সমাদৃত চলচ্চিত্র পরিচালকদের এ চিঠি পুনে ফিল্ম ইন্সটিটিউটে চলতে থাকা ছাত্র আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ভিএস/আরএম