কলকাতা: প্রতিবেশী বাংলাদেশ সার্ক স্যাটেলাইট পরিকল্পনায় সম্মতি দেবে, এমনটিই আশা করছে ভারত।
ভারতের সার্ক স্যাটেলাইট পরিকল্পনায় ইতোমধ্যে সম্মতি দিয়েছে শ্রীলঙ্কা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইসরো’র চেয়ারম্যান কিরণ কুমার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ভারত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের সম্মতির অপেক্ষা করছে। প্রতিবেশী দেশগুলোর সম্মতি পেলে মহাকাশে সার্ক স্যাটেলাইটের কক্ষপথের জন্য জায়গা নির্ধারণ করা যাবে। ২০১৬ সালে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে।
ভারতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, এ স্যাটেলাইট শুধু ভারতের নয়, প্রতিবেশী দেশগুলোরও আবহাওয়া পর্যবেক্ষণসহ বিভিন্ন কাজে লাগবে।
ফিজি ও ভিয়েতনামে ভারতের পক্ষ থেকে একটি করে পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করা হবে ইসরো জানিয়েছে।
এছাড়াও আফ্রিকার কিছু দেশেও এ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য কথাবার্তা চলছে বলে জানা গেছে।
ইতোমধ্যে সার্ক দেশগুলোর কাছে ভারতের পক্ষ থেকে সম্মতির জন্য আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ভিএস/এসএস