কলকাতা: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিশু সাহিত্যের উন্নতির লক্ষ্যে একটি অখণ্ড ম্যাগাজিনের প্রস্তাব উঠেছে।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এ প্রস্তাব দেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
শনিবার (১২ সেপ্টেম্বর) কলকাতার নন্দন চত্বরে চলমান বাংলাদেশ বইমেলায় শিশু সাহিত্য নিয়ে আলোচনা সভায় এ প্রস্তাব তোলা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক আমিরুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’র সহ-সভাপতি মাজাহারুল ইসলাম, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কনসুলার ওমর ফারুখ খান (এডুকেশন অ্যান্ড স্পোর্টস), প্রথম সচিব (প্রেস) মোহম্মদ মোফাখক্কুরুল ইকবালসহ দুই বাংলার সাহিত্যিকরা।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় বাংলাদেশের প্রায় ৫০টি প্রকাশনী অংশ নিয়েছে।
শনিবার মেলার বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভিএস/এসএস