কলকাতা: কলকাতার বিভিন্ন অফিসের আলমারি থেকে উদ্ধার ২০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে এসব মজুদ করে রাখা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মুদ্রা জব্দ করা হয়।
কর্মকর্তারা বলছেন, কলকাতা এবং শিলিগুড়ির প্রায় ৯টি জায়গায় অভিযান চালায় ভারত সরকারের ‘সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাকসেস’ এ বিপুল পরিমাণ অর্থ জব্দ করে।
সংশ্রিষ্ট সূত্র বলছে, তামিলনাড়ুর এক বাসিন্দা নিজেকে লটারি ব্যবসায়ী পরিচয় দিয়ে দক্ষিণ কলকাতার একটি বাড়ি ভাড়া করেন। সেখান থেকে তিনি তার অবৈধ অর্থের লেনদেন করতেন। এই বাড়িতে ছয় ফুটের একটি আলমারি ভর্তি রুপির বান্ডেল জব্দ করেন গোয়েন্দারা।
এদিকে কলকাতার আরও দু’টি বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪ , ২০১৫
ভিএস/এমএ