ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা থেকে দিল্লি মাত্র ৫ ঘণ্টায়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
কলকাতা থেকে দিল্লি মাত্র ৫ ঘণ্টায়! ছবি: সংগৃহীত

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট ট্রেনের চাকা ঘুরতে পারে কলকাতাতেও। কলকাতা থেকেও চলতে পারে এ ট্রেন।

তারই প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল মন্ত্রণালয়। এ ট্রেন চালু হলে কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা।

কলকাতা থেকে দিল্লি যেতে ট্রেনে এখন সময় লাগে ১৫ ঘণ্টা। সেখানে ১০ ঘণ্টা সময় কমে যাবে যাত্রায়। কলকাতাবাসী তাই বুলেট ট্রেন পেতে উদগ্রিব হয়ে আছেন।

কলকাতা-দিল্লির মধ্যে বুলেট ট্রেন চালানো নিয়ে সমীক্ষা করার জন্য স্পেনের ইনেকো, টিপসা এবং ইন্টারকন্টিনেন্টাল কনসালটেন্ট অ্যান্ড টেকনোক্র্যাট প্রাইভেট লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই এ কাজ শুরু হবে।

এ সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই কলকাতা-দিল্লি বুলেট ট্রেন চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত ও কাজ শুরু হয়ে যাবে বলে জানা গেছে। কলকাতাবাসীর কাছে বুলেট ট্রেন পাওয়া এক স্বপ্ন সত্যি হবার মতো। তাই এ খবর প্রচার হতেই এ বিষয়ে তুমুল উৎসাহের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সমীক্ষার কাজ তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তার পরেই শুরু হবে ট্রেন চালানোর জন্য নির্মাণ কাজ। তবে এর সবকিছুই নির্ভর করবে সমীক্ষার ফলাফলের ওপরে।

কলকাতা থেকে দিল্লির পথে বুলেট ট্রেন চালানো প্রযুক্তির দিক দিয়ে সম্ভব কি-না, কোন লাইন ধরে এ ট্রেন যাবে, কোন ধরনের সিগন্যাল ব্যবস্থা করতে হবে, কতোটা জমি লাগবে, কতো খরচ হবে, এ ট্রেন চালালে কতো টাকা আসবে এবং পরিবেশগত কী প্রভাব পড়বে এ বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

তবে একদিকে উৎসাহ থাকলেও অন্যদিকে বুলেট ট্রেনের সমালোচনাও শুরু হয়েছে। সময় অনেক কম লাগলেও এ যাত্রায় যতোটা বেশি টিকিটের দাম পড়বে সেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে আদৌ সহজলভ্য কি-না সে প্রশ্ন এখন থেকেই উঠতে শুরু করেছে।

বিমানের সমান দাম দিয়ে টিকিট কেটে আদৌ কতোজন বুলেট ট্রেনে চড়বেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে আসছে। এ বিতর্কের মাঝেও কলকাতাবাসী বুলেট ট্রেন পাওয়ার আশায় যথেষ্ট উদগ্রিব সে কথা বলাই বাহুল্য।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ভিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।