ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এক মলাটে দুই বাংলার সাহিত্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এক মলাটে দুই বাংলার সাহিত্য ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: দুই বাংলার সাহিত্যকে এক মলাটে আনার পথচলা শুরু হলো কলকাতায়। এখন থেকে বাংলাদেশের ‘কালি ও কলম’ পত্রিকা পশ্চিমবঙ্গেও প্রকাশ করা হবে।



কলকাতায় সদ্য শেষ হওয়া বাংলাদেশ বইমেলার পরিকল্পনা অনুযায়ী শনিবার (২৬ সেপ্টেম্বর) এর যাত্রা শুরু হয়।

‘কালি ও কলম’ পশ্চিমবঙ্গে প্রকাশের ঘোষণা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অধ্যাপক ড. আনিসুজ্জামান, আবুল হাসনাত প্রমুখ।

আরও ছিলেন কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাক্কারুল ইকবাল ও কনস্যুলার মইনুল কবির।

তবে কবে থেকে এ পত্রিকা পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে তা জানানো হয়নি।

এদিকে, এ উদ্যোগের ফলে দুই বাংলার সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ এবং সাহিত্যের আদান-প্রদান অনেক সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভিএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।