কলকাতা: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৫৮ জন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৭৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান তিনি।
টুইটে তিনি লেখেন, নিখোঁজ ভারতীয়দের মক্কায় খুঁজে বের করতে চেষ্টা করছে প্রশাসন। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে।
এদিকে নিখোঁজ হাজিদের পরিবারের সদস্যরা নানা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমাতাবাদ এলাকার আনাপুর গ্রামের বাসিন্দা মুন্সী আব্দুল আজিজের ভাই এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
এছাড়া পশ্চিমবঙ্গের অপর এক বাসিন্দা রিচ বেগম মিনায় পদদলিত হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
ভিএস/জেডএস