ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলার সাহিত্যিকদের নিয়ে কলকাতায় সাহিত্য উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
দুই বাংলার সাহিত্যিকদের নিয়ে কলকাতায় সাহিত্য উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: দুই বাংলার কবি-সাহিত্যিকদের নিয়ে কলকাতায় চলছে ‘অ্যাপিজে বাংলা সাহিত্য উৎসব’। দুই বাংলার সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এ উৎসবে।



শনিবার (১০ অক্টোবর) গোটা দিন ধরে এ উৎসব কলকাতার অক্সফোর্ড পুস্তক বিপণিতে চলবে। প্রদীপ প্রজ্বলিত করে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে উপস্থিত হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলনসহ দুই বাংলার অনেক তরুণ লেখক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ।

আলোচনায় অংশ নেবেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, নাট্যকার সুমন মুখোপাধ্যায়, গায়ক নচিকেতা, চিত্রপরিচালক মৈনাক ভৌমিক, গায়ক সুরোজিৎ চট্টোপাধ্যায়, চিত্রপরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, গায়ক কালিকা প্রসাদসহ দুই বাংলার সাহিত্যিক ও শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।