কলকাতা: সম্প্রতি কলকাতায় শেখ মুজিব সরণির রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। কাজের সময় সাময়িক উঠিয়ে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত ফলকটি।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুজিব সরণির রাস্তার একপাশে ফলকটি পড়ে থাকতে দেখা যায়। এর অদূরেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের দপ্তর।
বিষয়টি বাংলানিউজের নজরে এলে জানানো হয় বাংলাদেশ উপ হাইকমিশনার জকি আহাদকে। পরে পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন উপ হাইকমিশনার।
পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ও কলকাতার মেয়র যত দ্রুত সম্ভব ফলকটি আগের জায়গায় বসানো হবে বলে তাকে আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ভিএস/এএ