ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপ হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
কলকাতার পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপ হাইকমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার অন্যতম বিখ্যাত পূজামণ্ডপ সুরুচি সংঘের পূজামণ্ডপ ঘুরে দেখলেন বাংলাদেশ উপ হাইকমিশনার জকি আহাদ। সঙ্গে ছিলেন উপ হাইকমিশনের কনস্যুলার (পলিটিক্যল) আনোয়ারুল ইসলাম।



কলকাতার এ পূজামণ্ডপের ‘থিম সং’ রচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর একটি মন্দিরকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ মণ্ডপে। নারকেল গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে এ মণ্ডপ সাজানো হয়েছে।

উপ হাইকমিশনার মণ্ডপের সাজ-সজ্জার প্রশংসা করেন। এই পূজার অন্যতম উদ্যোক্তা পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রী অরূপ বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।