ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৃত সিপিএম বিধায়কের পরিবার তদন্ত চেয়ে মমতার দ্বারস্থ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ৭, ২০১১
মৃত সিপিএম বিধায়কের পরিবার তদন্ত চেয়ে মমতার দ্বারস্থ

কলকাতা: কলকাতার এমএলএ হোস্টেলে সিপিএম‘র বিধায়ক মোস্তাফা বিন কাশেমের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছেন তার পরিবার।

সোমবার মহাকরণে মৃত বিধায়কের স্ত্রী, ভাই ও পুত্র মমতার সঙ্গে দেখা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ কথা হয়।

পরে উপস্থিত সাংবাদিকদের বিধায়কের পুত্র মাসুম বিন বলেন, ‘বাবার মৃত্যু অস্বাভাবিক মনে হয়েছে। তাই তদন্তের দাবি জানাছি। ’

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন এবং সত্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন। ’

উল্লেখ্য, বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক মোস্তাফা বিন কাশেম কিড স্ট্রিটের এম এল এ হোস্টেলের ৪১১ নম্বর কক্ষ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।