ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার হালিম আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার হালিম আর নেই

কলকাতা: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার তথা পশ্চিমবঙ্গের প্রখ্যাত বাম নেতা হাসিম আব্দুল হালিম।

সোমবার (২ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

হাসিম আব্দুল হালিম রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ছিলেন এক প্রখ্যাত আইনজীবী। ভারতের সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি ছিলেন প্রথম সারির একজন।

এছাড়াও তিনি ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশান’-এর চেয়ারম্যান এবং  ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইউনাইটেড নেশসন   অ্যাসোসিয়েশন’ –এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের বাম আন্দোলন আরও একবার অভিভাবকহীন হলো। বিধানসভার সাবেক স্পিকারের মৃত্যুতে সরকারের তরফে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শোক প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস এবং  অন্যান্য রাজনৈতিক দলগুলি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
ভি.এস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।