ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তমের ভূমিকায় টেলিভিশনে প্রসেনজিৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, নভেম্বর ৩, ২০১৫
উত্তমের ভূমিকায় টেলিভিশনে প্রসেনজিৎ

কলকাতা: মহানায়ক উত্তম কুমারের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে বড় পর্দায় নয়, টেলিভিশনে।

আর সুচিত্রা মিত্রের ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও টলিউডের সুদিও পাড়ায় খবর মঙ্গলবার (০৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্ম।

মহানায়কের ভূমিকায় প্রসেনজিৎ’র অভিনয় প্রকৃত অর্থেই বাংলা টেলিভিশন জগতে একটি বড় চমক বলে মনে করছেন অনেকেই।

সূত্রের খবর, এই পরিকল্পনার পেছনে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন পরিচালক কমলেশ্বর মুখার্জি।

আগামি বছরের গোড়ার দিকেই শুটিং শুরু হয়ে যাবে বলে খবর। এখন অপেক্ষা ছোট পর্দায় বড় পর্দার মহানায়কের প্রত্যাবর্তন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
ভি.এস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।