ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা-চাও বৈঠক

ভারত-বাংলাদেশ-মায়ানমার-চীন করিডর বিষয়ে আলোচনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ভারত-বাংলাদেশ-মায়ানমার-চীন করিডর বিষয়ে আলোচনা

কলকাতা: ভারত সফররত চীনের উপরাষ্ট্রপতি লি ইউয়ান চাও-এর সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

আলোচনায় ভারত-বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডরের বিকাশের বিষয়টি  গুরুত্ব পেয়েছে।



সংশ্লিষ্ট সূত্র শুক্রবার (০৬ নভেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান।

বৈঠক সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে চীনা বিনিয়োগের বিষয়  নিয়ে চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।   চিনের সঙ্গে শান্তি নিকেতনের কলাভবনসহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তার সূত্র ধরে শিক্ষা হারের বিকাশের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

চিনের সঙ্গে পশ্চিমবঙ্গের সেতুবন্ধনে একটি বিশেষ কমিটি তৈরির কথাও জানান তিনি। এই বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। চীন সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে সেতুবন্ধনে বিশেষ জোর দেবে বলে আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান উপরাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।