ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৩ বছরে ৪৬ হাজার শিক্ষক নিয়োগ হবে: মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ৯, ২০১১

কলকাতা: আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ৪৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার দুপুরে মহাকরণে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বুধবার সিদ্ধান্ত হয়েছে ৩ বছরের মধ্যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে ৪৬ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।



তিনি আরও বলেন, ‘পিটিটিআই ও পার্শ্বশিক্ষকদের জন্য এর ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ’

এদিন মুখ্যমন্ত্রী ফের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে এক ছাদের তলায় আনার কথা ঘোষণা দেন।

তবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নয় পিটিটিআই ছাত্ররা। তারা বেশ কয়েক বছর ধরেই নিয়োগ পেতে আন্দোলন করছেন। সেইসঙ্গে তাদের জন্য সংরক্ষিত আসন বাড়ানোরও দাবি করেছেন।

এর আগে বিধান সভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা।

এরপর গত ২০ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পালন করে চলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।