কলকাতা: ভারতীয় জল সীমায় ঢুকে পড়ার অভিযোগে দু’টি নৌকাসহ ৫৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর টহল নৌকা 'সুচেতা কৃপালিনি' নৌকা দু’টিসহ তাদের আটক করে।
জানা গেছে, ভারতীয় জল সীমার ৩ নটিক্যাল মাইল ভেতরে ওই নৌকা দু’টির জেলেরা মাছ ধরছিল। এ সময় বিষয়টি টহলরত উপকূল রক্ষী বাহিনীর নজরে এলে তারা নৌকাসহ ওই জেলেদের আটক করে।
প্রাথমিকভাবে নৌকা দু’টি ভারতীয় সীমানায় অবস্থিত সাগর দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর নিয়ম অনুসারে মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের ‘মেরিন পুলিশ’-এর হাতে তুলে দেওয়া হয়। নৌকা দু’টি থেকে প্রায় ৬০ কেজি মাছ পাওয়া গেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা,১০ নভেম্বর , ২০১৫
ভিএস/আরএ