কলকাতা: এবার কলকাতায় জঙ্গি মডিউলের খোঁজ পেলো গোয়েন্দারা। কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের কলিন স্ট্রিট থেকে গ্রেফতার করা হলো আখতার খান নামে এক ব্যক্তিকে।
শনিবার (১৪ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই ব্যক্তিকে গ্রেফতার করে।
কলকাতায় বসে সে তার জাল বিস্তার করছিল বলে সূত্র জানায়। মূলত ইমেল আইডি’র সাহায্যে আবার কখনও ফোনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারের হদিস দেওয়ার কাজ করতো এই ব্যক্তি।
গোয়েন্দাদের দাবি, এ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে এই মডিউল। আখতার খানকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন স্ট্রিটের বাসিন্দা আখতার খান নাম বদলে হয়ে যান মুহম্মদ জাভেদ ওরফে রাজু। তার দুই ছেলে এবং স্ত্রী নরিমা এখন পাকিস্তানের করাচিতে থাকেন। তার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে বলেও ভারতীয় গোয়েন্দরা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ভিএস/আইএ