ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উদ্বোধন হলো কলকাতা চলচ্চিত্র উৎসবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
উদ্বোধন হলো কলকাতা চলচ্চিত্র উৎসবের ছবি: সংগৃহীত

কলকাতা: ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে।
 
শনিবার (১৪ নভেম্বর) এ উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন।

উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন, বিদ্যা বালান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মৌসুমি চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, সব্যসাচী চক্রবর্তী, রঞ্জিত মল্লিকসহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার ১২টি প্রেক্ষাগৃহে ৬১টি দেশের ১৪৯টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে চলচ্চিত্র উৎসবে। এবারের উৎসবে বিশ্বের নারী পরিচালকদের নির্মিত চলচ্চিত্রের ওপর জোর দেওয়া হয়েছে।

চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ভিএস/আইএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।