ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবে সাদান হাসান মান্টো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কলকাতা চলচ্চিত্র উৎসবে সাদান হাসান মান্টো

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে পাকিস্তানের উর্দু কবি সাদান হাসান মান্টোর জীবনের ওপর একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের নাম ‘মান্টো’।



পাকিস্তানের অভিনেতা-পরিচালক সার্মাদ সুলতান খোসট এটি পরিচালনা করেছেন।

কলকাতা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আহবানে সাড়া দিয়ে নিজের চলচ্চিত্র নিয়ে এসেছেন সার্মাদ সুলতান খোসট।

তিনি জানান, কবি বা কবিতাকে কোনো সীমারেখায় বাঁধা যায় না। মান্টো যেমন পাকিস্তানের কবি, তেমনই তিনি মুম্বাইতে বসেও বেশ কিছু কাজ করেছেন।

খোসট বলেন, যেভাবে গালিব ভারত-পাকিস্তানসহ গোটা এশিয়ার, সেই ভাবেই সাদান হাসান মান্টো এই উপমহাদেশের মাটির কবি।

পাকিস্তানের এই চলচ্চিত্র নিয়ে কলকাতার দর্শক মহলে যথেষ্ট উৎসাহ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।