ফুয়েন্টসোলিং থেকে থিম্পুর পথে: অষ্টম দিনের মতো যাত্রা শুরু করলো বিবিআইএন মৈত্রী মোটর র্যালি।
শনিবার (২১ নভেম্বর) সকালে ফুয়েন্টসোলিং সীমান্ত থেকে র্যালি ফ্ল্যাগ অফ করেন ফুয়েন্টসোলিংয়ের মেয়র সেতেন্দ্রঞ্জি, পুলিশ সুপার মিং তেসরিং ও ভারতীয় কনস্যুলার জেনারেল পীযূষ দত্ত।
এক কিলোমিটারের মধ্যেই সিংকিং রোড ধরে পাহাড়ে উঠতে শুরু করে গাড়ি। ঠাণ্ডাও জেঁকে বসছে ধীরে ধীরে। এ দেশে মানুষের দেখা মেলা ভার। পুরো দেশের জনসংখ্যা মাত্র সাড়ে সাত লাখ। পাহাড়ের অনেক চূড়ায় ওঠার পরই দেখা মেলে দুটি বাড়ির।
সেখানে বিক্রি হচ্ছে ট্রি টমেটো আর কিছু বনজ খাবার। দুজন নারী বিক্রেতা এবং দুই শিশুর দেখা মেলে।
ফর্মুলা ওয়ান খ্যাত অভিজ্ঞ ট্রাভেলার এজি উথানসেন বলেন, থিম্পু ইজ দ্য সিটি অব হ্যাপিনেস। প্রতি বছর একটি সার্ভে করা হয়, শহরটিতে সুখের মাত্রা কতটুকু বেড়েছে বা কমেছে।
থিম্পু পৌঁছাতে মাত্র ১৬৮ কিলোমিটার পথ হলেও পাহাড়ি শীতল এ পথে যেতে ১০ ঘণ্টার বেশি সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। রাইডাররা দুপুরের খাবার খাবেন দন্তক ক্যান্টিনে।
এর আগে শুক্রবার রাতে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী র্যালি প্রবেশ করে ভুটানে। শুক্রবার রাত সোয়া দশটায় ভারতের জায়গুন সীমানা পার হয়ে ভুটানের ফুয়েনসলিংয়ে আসে র্যালিটি।
র্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোষ্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএন/এমজেএফ
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র্যালি
** র্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’