ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘কংগ্রেস গরম তেলের কড়াই, বিজেপি গরম চুল্লি’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘কংগ্রেস গরম তেলের কড়াই, বিজেপি গরম চুল্লি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতীয় জাতীয় কংগ্রেস দল গরম তেলের কড়াই এবং ভারতীয় জনতা পার্টি গরম চুল্লি, ভারতের দুই রাজনৈতিক দল সম্পর্কে এই মত সিপিআই(এম) দলের পলিটবুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের।

আগামী ৯ ডিসেম্বর আগরতলা পুরনিগম, রাজ্যের ১৩টি পুরপরিষদ ও ৯টি নগর
পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হবে।



এই নির্বাচনকে সামনে রেখে এখন দেশের একমাত্র বামফ্রন্ট সরকার শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের উত্তর জেলা থেকে দক্ষিণ জেলা পযন্ত নির্বাচনী প্রচার করে ঘুরে বেড়াচ্ছেন।

রোববার তিনি ধর্মনগর পুরপরিষদে বামফ্রন্টের প্রার্থীদের হয়ে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দল গরম তেলের কড়াই এবং ভারতীয় জনতা পার্টি গরম চুল্লি, সাধারণ মানষ যেন তাদের সঙ্গে না চলে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন এই দুই দল দেশের মানুষের জন্য কিছু করেনি। পাশাপাশি তিনি দাবি করেন বামফ্রন্ট ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।