ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় স্থানীয় সরকার নির্বাচন ৯ ডিসেম্বর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ত্রিপুরায় স্থানীয় সরকার নির্বাচন ৯ ডিসেম্বর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের একটি পুরনিগম, ১৩টি পুরপরিষদ ও ৯টি নগর পঞ্চায়েতের মোট ২৯১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। এ নির্বাচনকে কেন্দ্র করে এখন চূড়ান্ত ব্যস্ততা চলছে এসব পুর ও নগর এলাকায়।



রাজ্যের একমাত্র পুরনিগম আগরতলার মোট ৪৯টি আসনের ভোটের স্ট্রংরুমসহ নির্বাচনী অফিস করা হয়েছে রাজধানীর উমাকান্ত একাডেমিতে।

ভোটকে কেন্দ্র করে পুর ও নগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যে কেন্দ্র থেকে বাড়তি নিরাপত্তাবাহিনী আনা হচ্ছে।

বুধবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ইলেক্ট্রনিক ভোট গ্রহণ মেশিনের (ইভিএম) কমিশনিং ও ভোট কর্মীদের ভোট গ্রহণের কাজ। ইভিএম কমিশনিংয়ে মূলত মেশিনের কার্যকারিতা ও প্রার্থীদের নামের তালিকা লাগিয়ে সিলগালা লাগানো হয়।

এদিকে ছবিসহ ভোটার কার্ড নিয়ে লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা। তাদের ভোট নেওয়া হচ্ছে পোস্টাল ব্যালটে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন সদর মহকুমার শাসক ও এ ভোটের রির্টানিং অফিসার মানিক লাল দাস।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।