ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ দিয়েছে সরকার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
আগরতলায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ দিয়েছে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। দিনটি স্মরণে আজই (রোববার) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।



রোববার (০৬ ডিসেম্বর) উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪৪তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

তবে নিয়োগ দেওয়া নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নাম উল্লেখ করেননি মন্ত্রী।  

৬ ডিসেম্বর উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ‘কালের কষ্টি পাথরে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ভারতের আসামের গৌহাটিতেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ দেওয়া হবে।

‘একাত্তরে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশিরা আশ্রয় নিয়েছিলেন। তাদের সানন্দে গ্রহণ করে বিভিন্ন ধরনের সহযোগিতাও দিয়েছিল এসব রাজ্যের মানুষ। ’

তিনি বলেন, আগরতলায় ডেপুটি হাই কমিশনার নিয়োগের ফলে ওই অঞ্চলের মানুষ সহজে বাংলাদেশের ভিসা পাবেন এবং আমাদের দেশে আসা-যাওয়া করতে পারবেন। এতে দু’দেশের মানুষের মধ্যে আত্মিক হৃদতা বাড়বে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হৃদয়ের গভীরে প্রোথিত। এটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। কেউ এ সম্পর্ক  নষ্ট করতে পারবে না।

আয়োজক কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

ড. মুনতাসীর মামুন বলেন, ৬ ডিসেম্বর ভারত স্বীকৃতি দেওয়ার পর আমরা বুঝে যাই স্বাধীনতা পেতে আর দেরি নেই। বাংলাদেশ-ভারতের ৪৬ বছরের সম্পর্কটা ছিল জোয়ার ভাটার মতো। কখনও হৃদ্যতার কখনও বা তিক্ততার।

‘১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে সুবাতাস বইতে শুরু করে। বর্তমানে এ সম্পর্ক  উচ্চতর পর্যায়ে পৌঁছেছে, এসেছে গুণগত পরিবর্তন। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটির সভাপতি অধ্যাপক অজয় রায়, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫, আপডেট: ২০৫৯ ঘণ্টা
এসএস/এমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।